নিজেদের সাথে শান্তি মিছিলে যোগ না দিয়ে অন্য গ্রুপের সাথে শান্তি মিছিলে যোগ দেওয়ার কারণে বাকলিয়ায় তৈয়ব নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে বুধবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে বাকলিয়ার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকা থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত তৈয়ব বাকলিয়া কালামিয়া বাজার এলাকার কবির আহামেদের ছেলে।
জানা গেছে, সালাউদ্দিন ও সাকিব নামে দুজনের হয়ে শান্তি সমাবেশে যোগ না দেওয়ায় তৈয়বের কথাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে সালাউদ্দিন তৈয়বকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সালাউদ্দিন ও সাকিব নামে ওই দুজনের রাজনৈতিক পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে বাকলিয়া থানার ওসি আবদুর রহিম চট্টলার কণ্ঠকে বলেন, দুপুরের দিকে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। খবর পেয়ে একটি ফোর্স ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানতে পেরেছি, অভিযুক্তদের হয়ে শান্তি সমাবেশে যোগ না দেওয়ায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে সালাউদ্দিন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সালাউদ্দিনের নামে থানায় একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। ঘটনাটি আমরা সুষ্ঠুভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।