ক্রিকেট ইতিহাসের প্রথম “টাইম আউট”

নিউজ ডেস্ক।

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হওয়ার পর পরবর্তী ব্যাটারকে তিন মিনিটের মধ্যেই ক্রিজে নেমে তৈরি থাকতে হবে। আর এ বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী সময়টা করা হয়েছে দুই মিনিট। আর সে সময়ের মধ্যে মাঠে নামতে পারেননি শ্রীলংকার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার কারন হিসেবে তিনি দেখিয়েছেন প্রথম যে হেলম্যাটটি তিনি পড়েছিলেন সেটির ফিতা ছিড়ে যায়। আর সেটি বদলাতে গিয়ে দেরি করে ফেলেছেন লঙ্কান এই ব্যাটার। তার মাঠে নামতে লেগেছে পাঁচ মিনিটের মতো। ম্যাথিউস মাঠে নামলে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান টাইমড আউটের আবেদন করেন। ম্যাচের আম্পায়ার সে আবেদনে সাড়া দিয়ে ম্যাথিউসকে আউট ঘোষনা করেন। যদিও ম্যাথিউস নানা ভাবে বুঝানোর চেষ্টা করেন তার মাঠে নামতে দেরি হওয়ার কারন। কিন্তু আম্পায়াররা তাদের সিদ্ধান্তে অটল থাকেন। ফলে আউট হয়ে ফিরে যেতে হয় ম্যাথিউসকে। আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের বিরল ঘটনা ঘঠল প্রথমবার। সাদিরা সামাবিক্রমা আউট হওয়ার পরই ঘটে বিরল এই ঘটনা। যা আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দেখা যায়নি আর। ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু ব্যাটিংয়ের প্রস্তুতিতে দেরি করার কারণে আম্পায়ার তাকে আউট ঘোষণা করলেন। পরবর্তীতে বিষয়টি আম্পায়ারের নজরে এনে আবেদন করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আম্পায়ার আবেদন আমলে নিয়ে নিয়ম অনুযায়ী আউট ঘোষণা করেন। বিষয়টি নিয়ে আম্পায়ারের সঙ্গে আলোচনা করেও লাভ হয়নি ম্যাথিউসের। সাকিবও আবেদন ফিরিয়ে নেননি। ফলে হতাশায় মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন ম্যাথিউস। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ৬ বার টাইমড আউটের ঘটনা ঘটেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা এই প্রথম। তবে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান আবেদন তুলে নিলে ম্যাথিউসের ব্যাটিংয়ে নামার সুযোগ ছিল। আবার উইকেটটি বোলার সাকিবের নামের পাশেও যোগ হবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn