ইমরান নাজির।
চট্টগ্রাম নগরীর হালিশহরে ঝটিকা মিছিল বের করে পালানোর সময় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) সকালে নগরের হালিশহর থানার বৌবাজার পানিরকল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বাকি তিনজন হলেন— সহযোগী সংগঠন শ্রমিক ফেডারেশনের পাহাড়তলী থানা সাধারণ সম্পাদক মঈন উদ্দিন (৩৮) এবং ইসলামী ছাত্র শিবিরের সাথী মো. রাইয়ান (২১) ও সাহেদ মজুমদার (১৯)।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ চট্টলার কণ্ঠকে বলেন, হরতালের সমর্থনে নিবন্ধন বাতিল হওয়া জামায়াত ইসলামীর কয়েকজন নেতা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিল বের করে। পুলিশ দেখে তারা পালানোর সময় ধাওয়া করে আকবারশাহ থানা জামায়াতের আমির আবদুস সবুরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।