দেহব্যবসার অভিযোগে হালিশহরে গ্রেফতার চারজন

 

চট্টলার কন্ঠ  অনলাইন।

অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে নগরীর হালিশহর এলাকার একটি ফ্ল্যাটে অবস্থান করা ৪ জনকে আটক করেছে বন্দর থানা পুলিশ।

আটককৃতরা হলেন মোঃ সোহেল (৩২), মোঃ সুমন (৩৬), তানিয়া আক্তার (৩৫) ও শারমিন আক্তার (২৪)।

সোমবার (২০ নভেম্বর) হালিশহর আনন্দবাজার চান্দের পাড়া মোড়স্থ ইলিয়াসের ভাড়ারঘরে অবস্থানরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।

আটকৃতরা হলেন, ফেনী জেলা সদর থানাধীন মাতিহারা কবির কোম্পানী বাড়ির মৃত হক সাহেবের ছেলে মোঃ সোহেল, রাজবাড়ী বালিয়াকান্দি থানার বালিয়াকান্দি প্রধান বাড়ীর মৃত আঃ জলিল প্রধান ছেলে মোঃ সুমন, চট্টগ্রামের ডবলমুরিং থানার খালেক কোম্পানী বাড়ির মনছুরাবাদ এলাকার মোঃ মন্নানের স্ত্রী তানিয়া আক্তার ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ভবানীপুর কবিরাজ বাড়ির দুলাল হাওলাদারের মেয়ে শারমিন আক্তার।

জানতে চাইলে এ বিষয়ে বন্দর থানা ওসি সনজয় কুমার সিংহা চট্রলার কন্ঠকে  বলেন, এই ঘটনায় বন্দর থানায় মামলা করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn