ওয়াসিম জাফর।
রুহেলের পথের কাঁটা গিয়াস
চট্টগ্রাম ১ (মিরসরাই) আসন থেকে মনোনয়ন পেয়েছেন মাহবুবুর রহমান রুহেল। বাবার সুবাদে মনোনয়ন পেলেও নির্বাচনী পথ খুব একটা সুগম হচ্ছে না তার জন্য। কেননা, স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে নামছে তাঁর রাজনৈতিক ‘প্রতিদ্বন্দ্বি’ সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন।
নৌকা সনির থাক না থাক, ভোটের মাঠে নামবেন তৈয়ব
ফটিকছড়ির নৌকার বৈঠা উঠেছে খাদিজাতুল আনোয়ার সনির হাতে। জোটের কারণে শেষপর্যন্ত বৈঠা তার হাতে থাকছে কিনা তা নিশ্চিত না হলেও এই আসনে ভোটের মাঠে নামছেন উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব।
সাগরদ্বীপে মিতার সঙ্গে লড়তে পারে স্বাচিপ নেতা জামাল
সন্দ্বীপে তৃতীয়বারের মতো নৌকা পেয়ে হ্যাট্রিক করেছেন বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। দীর্ঘদিন ধরে আসনটিতে মনোনয়ন চেয়ে আসা স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হতে পারে বলে গুঞ্জন চলছে। মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে কথাবার্তা হলেই ঘোষণা আসবে প্রার্থিতার।
লতিফের আসনে কাউন্সিলর সুমন
চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে দলের মনোনয়ন পেয়েছেন এম এ লতিফ। ২০০৮ সাল থেকে তিনি এই আসনের সংসদ সদস্য। ওই আসনে দীর্ঘদিন ধরে মনোনয়ন চাচ্ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। মনোনয়ন নিয়েছেলিন নগর আওয়ামী লীগের আরেক সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। দুজনের কেউ প্রার্থি না হলেও সেখানে স্বতন্ত্র প্রার্থি হওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল হক সুমন। সোমবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি প্রার্থিতার ঘোষণাও দিয়েছেন।
মাঠ ছাড়ছেন না হুইপ সামশুল
চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে টানা তিনবার মনোনয়ন নিয়ে হ্যাট্রিক করলেও চতুর্থবার ছিটকে গেছেন বর্তমান সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরী। তবে নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থি হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীকে।
নজরুলকে আটকাতে স্বতন্ত্র প্রার্থি চেয়ারম্যান জব্বার
চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। সেখানে স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। শিগগিরই পরিষদ থেকে পদত্যাগের কথাও জানিয়েছেন তিনি।
নদভীকে ঠেকাতে ‘একাট্টা’ মোতালেব পন্থীরা
নির্বাচনের বহু আগেই বর্তমান সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপির দ্বন্দ্ব চরমে পৌঁছে। প্রকাশ্য বিষেদগারে তা সাতকানিয়া-লোহাগাড়ার রাজনীতিতে আরও উত্তাপ ছড়ায়। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আঁটসাঁটভাবে নেমেছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে থাকা মোতালেব। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। তাঁর পক্ষে একাট্টা হয়েছেন উপজেলা আওয়ামী লীগের একটি অংশ।
পার পাচ্ছেন না মোস্তাফিজুর
নানা বিতর্ক, অভিযোগ নিয়ে মনোনয়ন বাগিয়ে নিলেও পার পাচ্ছেন না বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান। ভোটের মাঠে তার প্রতিদ্বন্দ্বি হচ্ছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।