নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। এ ছাড়া শেষ মুহূর্তে ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়ায় ক্রিকেট থেকেও দূরে রয়েছেন বাঁহাতি এই ওপেনার।
তবে জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় জরুরি বৈঠকে বসেছেন তামিম।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা বোর্ডকে চূড়ান্তভাবে জানাবেন বলে জানা গেছে। এই বৈঠকে থাকার কথা রয়েছে বিসিবির ক্রিকেট পরিচলনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের।