ইমরান নাজির।
চট্টগ্রাম নগরের ২ নম্বর গেইট এলাকায় অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় ৬টি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জরিমানার বিষয়ে ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার চট্টলার কন্ঠকে বলেন, অভিযানে ৩টি মাংসের দোকানে মূল্য বেশি নেয়ায় ৫ হাজার, ২টি মুদি দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ৪ হাজার ও ১টি মুদি দোকানে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।