নভেম্বর ১১, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ

মনোনয়নপত্র জমা দিলেন দীপঙ্কর তালুকদার

লেলিন মারমা

রাঙামাটিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে নেতা-কর্মীদের নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগের উন্নয়ন দেখে জনগণ আমাকে ভোট দিবে। নির্বাচিত হলে রাঙামাটিকে আন্তর্জাতিকমানের পর্যটন নগরী গড়ে তুলবো।

nagad

এ সময় মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাবিবুর রহমান, হাজী কামাল উদ্দীনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়, এইবার রাঙামাটি আসনে সর্বমোট ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সর্বশেষ দুপুর ২টা পর্যন্ত মোট চারজন মনোনয়নপত্র জমা দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক