চট্টগ্রামসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫ দশমিক ৫ মাত্রায়র ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী, ময়মনসিংহে ও বরিশালসহ সারাদেশে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
আর্থকোয়াক ডট ট্র্যাক অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চট্টগ্রামের রামগঞ্জ উপজেলা।