ডিসেম্বর ৮, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ

ইটভাটার চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন

রাঙামাটির লংগদু উপজেলায় অনুমোদনহীন একটি ইটভাটায় অভিযান চালিয়ে ইট পোড়ানোর চুল্লি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলার বাইট্টাপাড়া এলাকার আলতাফ মার্কেট এলাকাঢ অভিযান চালিয়ে এইচ এম শাহজাহান ব্রিকস্ নামের ইট প্রস্তুতকারী ভাটাকে জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, অনুমোদনহীন ইটভাটা পরিচালনার দায়ে ভাটার মালিক মো. শাহাজাহান নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভাটার ইট পোড়ানো চুল্লি গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে লংগদু থানা এসআই কামরুলসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, ‘লাইসেন্সবিহীন ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে জেলাপ্রশাসকের নির্দেশে। লংগদুতে এইচ এম শাহজাহান ব্রিকসের বৈধ লাইসেন্স না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

অভিযোগ রয়েছে, পার্বত্য চট্টগ্রামের অনুমোদনহীন ইট ভাটাগুলোতে পোড়ানো হয় বনের কাঠ। এতে করে একদিকে পাহাড়ের বনাঞ্চল ধ্বংস হচ্ছে, আরেকদিকে দূষিত হচ্ছে পরিবেশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক