ডিসেম্বর ৮, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ

ফটিকছড়িতে বাল্যবিয়ে মেয়ের মাকে জরিমানা

স্যাকলাইল চৌধুরী

ফটিকছড়ির দাঁতমারায় ১৬ বছরের মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টাকালে বাল্যবিবাহ বন্ধ এবং মেয়ের মা আনোয়ারা বেগম (৪৮) কে বিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে দাঁতমারা ইউপির ৯নং ওয়ার্ডে মুসলিমপুর এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা যায়- ১৬ বছরের মেয়েকে বাল্যবিবাহ দেওয়ায় চেষ্টায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারা লঙ্ঘনের দায়ে মেয়ের মা আনোয়ারা বেগমকে বিশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী মেয়ের মা ও মেয়ে বয়স ১৮ বছরের কম হওয়ার কথা স্বীকার করেন।

আইনগত অভিভাবক হওয়া সত্ত্বেও বেআইনীভাবে নিজের মেয়ে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার দায়ে তাকে এ অর্থদণ্ড প্রদান করে মুচলেখায় আবদ্ধ করা হয়। তিনি এ মর্মে মুচলেকা প্রদান করেন যে, মেয়ে প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত নিজের কাছে রাখবেন এবং পাত্রস্থ করবেন না।

এ সময় ভূজপুর থানা পুলিশের সহায়তায় স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড এটিএম কামরুল ইসলাম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক