ডিসেম্বর ৮, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের স্বর্ণের বারসহ বিসিএস ক্যাডার আটক

ওয়াসিম জাফর
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি স্বর্ণের বারসহ একজন চিকিৎসককে আটক করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এ চালানটি আটক করে। বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা, রাষ্ট্রীয় দুই সংস্থা সম্মিলিতভাবে এ অভিযান পরিচালনা করে।

২৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. এম জেড এ শরীফ স্বাস্থ্য দপ্তরের অধীনে বিমানবন্দরে দায়িত্বরত ছিলেন।
ধারণা করা হচ্ছে, এয়ার এরাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে আসা যাত্রী ওই চিকিৎসককে স্বর্ণের বারগুলো দিয়েছেন।

বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার করা বার স্বর্ণকার দিয়ে পরীক্ষা করানো হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক