হালিশহরে বৈদ্যুতিক তারের ঝলসে এক নারীর মৃত্যু

চট্রলার কন্ঠ প্রতিবেদক।

নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নারিকেল তলা এলাকায় সঞ্চালনবাহী উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারে ঝলসে সুরফা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। সুরফা বেগম নেত্রকোনা জেলার মদন উপজেলার রতনপুর এলাকার মাসুদ মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, সুরফা বেগম পরিবার নিয়ে নারিকেল তলা এলাকার হক সাহেবর গলির মুখে আ. রহমানের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ৩য় তলার বিল্ডিংয়ের ছাদে সকালে বৈদ্যুতিক তারের সাথে বেলুন উড়তে দেখে কৌতুহলবশত সেটি নিতে গিয়ে তারের সঙ্গে তার হাতে স্পর্শ ঘটে। এতে সাথে সাথেই ঝলসে গিয়ে মৃত্যু হয় সুরফার।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোছাইন সিভয়েস২৪কে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক