অক্টোবর ৪, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ

খুলশীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টলার কণ্ঠ।

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু খুলশীতে
চট্টগ্রাম নগরের খুলশীতে নাসিরাবাদ প্রপারটিসের নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে নুর মোহাম্মদ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের (ওমেন কলেজ) বিপরীতে ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ ভোলার আব্দুল রহমানের ছেলে।

খুলশী থানার উপ-পরিদর্শক মো. রুবেল চট্রলার কন্ঠকে বলেন, ‘নুর মোহাম্মদ দুপুরে ভবনের দুই তলার বাইরে দেয়ালে পাইপের সাহায্যে পানি দিচ্ছিলেন। তখন অসতর্ক অবস্থায় নিচে ইটের স্তূপে পড়ে গেলে গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক