অক্টোবর ৪, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামে একই সাথে ছয় কাঁচাবাজারের ইজারা বাতিল করা হলো

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাকা পরিশোধ না করায় চকবাজার কাঁচাবাজারসহ ছয়টি বাজারের ইজারা বাতিল করা হয়েছে।
সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। বাজারগুলো নতুন করে ইজারা দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে রাজস্ব বিভাগ।
ইজারা বাতিল হওয়া ছয়টি বাজার হলো, বহদ্দারহাট, চকবাজার, পোস্তরপাড়, সাগরিকা গরু বাজার, কাজীর হাট ও আব্দুল মাবুদ সওদাগার হাট।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গত বছরের মার্চে বাজার ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয় এবং ৪ এপ্রিলের মধ্যে বাজারের ইজারামূল্য জমা দেওয়া বাধ্যবাধতা ছিল। তবুও ইজারাদারেরা ইজারামূল্য জমা দেননি।
এ ব্যাপারে জানতে চাইলে চট্টলার কন্ঠকে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ইজারামূল্য জমা না দেওয়ায় ছয়টি বাজারের ইজারা বাতিল করা হয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক