মীরসরাইয়ে তরুন এসআইয়ের মৃত্যু

মোশারফ হোসেন রুবেল

ডিউটিতে হঠাৎ বুকে ব্যথা ওঠার পর হাসপাতালে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পুলিশ সদস্য। তাঁর মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। ঘটনাটি চট্টগ্রামের মিরসরাইয়ের।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে বুকে ব্যথা উঠে এএসআই মো. সেলিম মারা গেছেন। বুধবার ( ১ ফেব্রুয়ারি) সন্ধ্যার ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে। এএসআই সেলিম চাঁদপুর জেলার, মতবল থানার ঠাকুরপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট বাজার দায়িত্ব পালনকালে এএসআই সেলিমের বুকে ব্যাথা উঠে। এরপর বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সেলিম ২০০৮ সালের ২৭ ডিসেম্বর পুলিশের চাকরিকে নিয়োগ পান। ২০১৬ সালের ১১ নভেম্বর এএসআই পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর জোরারগঞ্জ থানায় যোগদান করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে চট্রলার কণ্ঠকে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, বুধবার সন্ধ্যায় থানার আওতাধীন বারইয়ারহাট বাজারে দায়িত্বপালনকালে সেলিমের হটাৎ বুকে ব্যাথা উঠে। এরপর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাকরি জীবনে ভালো একজন কর্মঠ ও চৌকশ পুলিশ সদস্য ছিলেন সেলিম। বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক