ডিসেম্বর ৮, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ

তিনদিনের জন্য সাজেক বেড়াবেন রাষ্ট্রপতি

আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন অবকাশ যাপনে রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সফরে আসবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মেঘ পাহাড়ের উপত্যকা সাজেক ভ্যালি আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়িতে অবস্থিত।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানান, আগামী ১০-১২ ফেব্রুয়ারি তিনদিন রাষ্ট্রপতির সাজেক সফরের কথা রয়েছে। এই নিয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এর আগে, গত বছরের ২০-২২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন রাষ্ট্রপতির সাজেক সফরের শিডিউল থাকলেও পরে ‘অনিবার্য কারণবশত’ সফরটি স্থগিত করা হয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নেয় সাজেক কটেজ মালিক সমিতি। পরে রাষ্ট্রপতির সফর বাতিল হলে কটেজ মালিক সমিতিও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। তবে আগামী ১০-১২ ফেব্রুয়ারির সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি সাজেক কটেজ মালিক সমিতি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক