চকবাজারে ব্যবসায়ীর বাসা হতে ১৫০ ভরি স্বর্ণ চুরি

ইমরান নাজির

ব্যবসায়ীর বাসা থেকে ১৫০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেল চোর।

চট্টগ্রাম নগরের চকবাজারের আমিরবাগ আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাসা থেকে ১৫০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে এসআর ভবন নামক ওই বাসার গ্রিল কেটে নিয়ে যায় চোর।

স্বর্ণালংকার খোয়া যাওয়া ওই ব্যবসায়ীর নাম সরোয়ার আলম খান। চট্টলার কন্ঠকে তিনি বলেন,‘পরিবারের সদস্যরা কাপ্তাই বেড়াতে যায়। বাসায় আমি একা ছিলাম। আমার ভাইবোনদের স্বর্ণালংকারও আমার বাসায় রাখা ছিল। এ ঘটনায় থানায় মামলা করতে এসেছি।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর সিভয়েসকে বলেন, ‘এক ব্যবসায়ীর প্রায় ১৫০ ভরি স্বর্ণালংকার চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখনো আমার হাতে এজাহার আসেনি। তাই বিস্তারিত বলতে পারছি না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক