মো কলিম উল্লাহ, সাতকানিয়া প্রতিনিধি।
চট্টগ্রামের সাতকানিয়ায় চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীর সঙ্গে পাওনাদারের মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের ভেতরে এ ঘটনা ঘটে। এতে চেয়ারম্যান ও পাওনাদার উভয়েই আহত হয়েছেন।
চেয়ারম্যান রুহুল্লাহ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর শ্যালক।
তাঁর বড় বোন সাবেক এমপিপত্নী রিজিয়া রেজা চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে বোর্ড অফিসে না আসার জন্য হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে তো যাবেই! ঈগলবাহিনীর লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে। এর আগেও নৌকার পক্ষে কাজ করায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছিল।’
এ প্রসঙ্গে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার সিভয়েস২৪-কে বলেন, ‘এ ঘটনায় দেলোয়ার নামে একজন আহত হয়েছেন। তার মাথায় চেয়ারম্যান কিছু দিয়ে মনে হয় মেরেছেন। পরে তিনিও তার লোকজনকে ফোন দিয়ে এনে চেয়ারম্যানের ওপর পাল্টা হামলা করেছেন। প্রথমে চেয়ারম্যান নিজেই আঘাত করেছেন। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। প্রাথমিক তদন্তে আমরা এটাই পেয়েছি। এ ঘটনায় কোনো পক্ষ এখনো অভিযোগ করেনি।’