চমেক হাসপাতালে আবারো দালাল গ্রেফতার

ইমরান নাজির।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মো. দুলাল (৩৫) নামে এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করতেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের ষষ্ঠ তলার ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. দুলালের (৩৫) বাড়ি কুমিল্লা জেলারা কচুয়া থানায়। তিনি বর্তমানে নগরীর ২ নম্বর গেইট এলাকায় বসবাস করেন।

চট্টলার কন্ঠকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূর আলম আশেক।

তিনি বলেন, ‘হাসপাতালের গাইনি ওয়ার্ডে নিয়মিত ঘোরাঘুরি করে গ্রেপ্তার দুলাল। হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে বাইরে বেসরকারি ল্যাবে নিয়ে যান তিনি। ফার্মেসিগুলোর সঙ্গে যোগসাজশের মাধ্যমে রোগীর স্বজনদের সেখানে নিয়ে বেশি দামে ওষুধ কিনতে বাধ্য করে। অভিযোগ পেয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক