তরমুজ কিনতে গেলে প্রথমেই খেয়াল করুন তরমুজের গায়ে সাদা দাগ আছে কিনা!
তরমুজের দাম কমেছে। এটি আমাদের জন্য একটি আনন্দের সংবাদ। তরমুজ খেতে ভালোবাসেনা এমন লোকের সংখ্যা কম। কিন্তু অতি পছন্দের এই মিষ্টি রসালো ফল কিনে ঠকে যাওয়া লোকের সংখ্যা কিন্তু কম নয়।
তাই আজ কিছু উপায় আমি আপনাদের শিখিয়ে দেবো যে উপায়গুলো মাথায় রেখে তরমুজ কিনলে আর ঠকতে হবেনা তাহলে চলুন জেনে নেয়া যাক।
১. অপেক্ষাকৃত ছোট ও বাঁকা তরমুজ মিষ্টি ও রসালো হয়না।তাই তরমুজ কেনার সময় গোল বা ওভাল শেপের তরমুজ কিনবেন।
২. তরমুজ কেনার আগে হাতে নিয়ে দেখবেন যদি ভারী হয় তবে কিনুন। হালকা বা ফাঁপা লাগে তবে সেটি কিনবেন না।
৩. তরমুজের গায়ে একটি অংশ হলদে রঙের হলে সেটা কিনবেন।
৪. তরমুজের গায়ে সাদা সাদা দাগ থাকলে সেই তরমুজ কিনবেন না।
৫. তরমুজের গোড়ায় শুকিয়ে যাওয়া অংশ থাকলে বুঝবেন সেটি ঠিক মতো পেকেছে। তাই এটি কেনা যায়।
৬. তরমুজ কেনার সময় টোকা দিয়ে দেখুন।যদি ভারী শব্দ আসে তবে কিনুন। যদি শব্দ অতিরিক্ত ভারী হয় তাহলে কিনবেন না।
লেখাটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
অধ্যাপক ডাঃ ফেরদৌস রায়হান।