ডিসেম্বর ৮, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ

কিশোর গ্যাংয়ের হামলায় আহত চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত চিকিৎসক কোরবান আলীর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

nagad

nagad

৫দিন আগে (৫ এপ্রিল) নগরের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকায় দুই স্কুলশিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় ওই দুই শিক্ষার্থী চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজার সাহায্য চায়। তখন রেজা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়। একইদিন সন্ধ্যায় তিনি ইফতার কিনতে বের হলে কিশোর গ্যাং সদস্যরা তার উপর হামলা করে। তাঁকে বাঁচাতে এগিয়ে যান চিকিৎসক কোরবান আলী। এ সময় ইটের আঘাতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে আকবর শাহ থানায় রোববার মামলা করা হয়। মঙ্গলবার (৯ এপ্রিল) তিন জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিলেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক