এস আলমের তেলের কারখানায় আগুন

যাত্রায় রক্ষা পেল দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। তেলের কারখানায় আগুন ছড়িয়ে না যাওয়ায় ভয়াবহ কিছু ঘটেনি। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটের দিকে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় এস আলম ভেজিটেবল অয়েলে আগুন লাগে।  সকাল ১০টা ১৬ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে ৫ মার্চ এস আলম সুগার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেটি পুরোপুরি নিভতে সময় লেগেছিল ৫ দিনেরও বেশি।

nagad

nagad

নগরের আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে মইজ্জারটেকে এস আলম ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগার খবর আসে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে আরও পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়। অবশেষে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর পুরোপুরি নির্বাপণ হয় ১০টা ১৫ মিনিটের দিকে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন,  ‘কর্ণফুলী, লামারবাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন লাগা ভবনের পাশেই তেলের মজুত ছিল। সেখানে আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না।’

তিনি আরও বলেন, ‘তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক