ডিসেম্বর ৮, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

আনোয়ারায় রিকশাচালক খুনের অভিযোগে দম্পতি গ্রেফতার

আনোয়ারা প্রতিনিধি।

আনোয়ারা উপজেলায় আনোয়ার মিয়া (৫৫) নামের এক রিক্সা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহাদাত (৪৩) ও তার স্ত্রী মরিয়ম (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে হাটহাজারী এক আত্মীয়ের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মাদ জানান, পুলিশের সহায়তায় র‌্যাব আনোয়ার মিয়া হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। আজ রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ২৭ মার্চ বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হাইলধর নতুন বাজার এলাকায় রিক্সা চালক আনোয়ার মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। এঘটনায় নিহত আনোয়ার মিয়ার স্ত্রী পারভীন আক্তার ৭জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক