চট্টলার কণ্ঠ প্রতিবেদক
হাটহাজারী-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় আফতাব হোসেন (৪১) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের অদূরে এ ঘটনা ঘটে।
নিহত আফতাব হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক।
জানা গেছে, নিহত শিক্ষক আফতাব একটি কাজে নিজের স্কুটি চালিয়ে শহরে গিয়েছিলেন। কাজ শেষে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে স্কুটিতে করেই ক্যাম্পাসে ফিরছিলেন। এসময় পেছন থেকে ছুটে আসা বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘গুরুতর আহতবস্থায় শিক্ষক আফতাব হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এএসএম জিয়াউল ইসলাম বলেন, ‘আফতাব ভাই একটি কাজে নিজের স্কুটি চালিয়ে শহরে গিয়েছিলেন। কাজ শেষে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে স্কুটিতে করেই ক্যাম্পাসে ফিরছিলেন।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট ও মদন হাটের মাঝামাঝিতে আসলে পেছন থেকে একটি প্রাইভেটকার সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে চমকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।’