প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুল। তারা ৫.১ ওভারে ৫৪ রান যোগ করেন। এরপর রোহিত-রাহুল ফিরলে চাপে পড়ে ভারত। চাপ সামলে বিরাট কোহলি এক প্রান্ত দিয়ে খেলে গেছেন। কিন্তু অন্যরা ব্যর্থ হওয়ায় ৭ উইকেটে ১৮১ রান করতে সক্ষম হয় ভারত। এর জবাবে ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে জয় পায় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১৯.৫ ওভারে ১৮২/৫
ভারত ২০ ওভারে ১৮১/৭
৫ উইকেটে জয় পাকিস্তানের
প্রথম বলে ভালো ইয়র্কার, সেটিতে ১ রানের বেশি আসেনি। পরের বলে আবার ইয়র্কার করতে গিয়েছিলেন আর্শদীপ, তবে হয়ে যায় লো ফুলটস। আসিফ সেটিকে পাঠান বাউন্ডারির বাইরে। পরের বলে ডট, চতুর্থ বলে আর্শদীপের ইয়র্কার মিস করে যান আসিফ। আম্পায়ার মাসুদুর রহমানের এলবিডব্লুর সিদ্ধান্ত রিভিউ করেও লাভ হয়নি। ৮ বলে ১৬ রান করে ফেরেন আসিফ।
২ বলে ২ রান প্রয়োজন, ক্রিজে আসেন নতুন ব্যাটসম্যান ইফতিখার আহমেদ। লো ফুলটসে বোলারের মাথার ওপর দিয়ে খেলে ২ রান নিয়ে পাকিস্তানকে জয় এনে দিয়েছেন তিনি। ১ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতেছে পাকিস্তান, দুর্দান্ত এক রান তাড়ায়।
ভারতের বিপক্ষে পাকিস্তানের এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়।