চট্টগ্রাম নগর ও জেলা পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া, এপিবিএন, বরিশাল ও ব্রাক্ষ্মণবাড়িয়ার তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশে (সিএমপি)।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আইজিপি মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত পদে ও স্থানে বদলি এবং পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
চট্টগ্রাম থেকে বদলি পুলিশ কর্মকর্তারা হলেন— সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা, চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নায়হানুল বারী, চট্টগ্রাম সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন, চট্টগ্রাম সিএমপির সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান এবং চট্টগ্রাম সিএমপির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। তাদের মধ্যে নোবেল চাকমাকে ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, এবিএম নায়হানুল বারীকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার, শেখ সাব্বির হোসেনকে মাদারিপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মাহমুদুল হাসানকে রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং মোহাম্মদ বেলায়েত হোসেনকে রাঙামাটির রাজস্থলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, সিএমপিতে আসছেন তিন পুলিশ কর্মকর্তা। তারা হলেন— এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন, বরিশাল মেহেদীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জি. এম মাজহারুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান। এরমধ্যে মাহমুদুল হাসান মামুন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে এবং মাজহারুল ইসলাম ও রকিবুল হাসান সিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগদান করবেন।