এবার আওয়ামীলীগ ও যুবলীগ নিষিদ্ধদের দাবি তুললেন হেফাজতের মামুনুল

ক্ষমতাচ্যুত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার ‘খলনায়িকা’ আখ্যা দিয়ে তার দলীয় সব অঙ্গসংগঠনসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

গতকাল শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের লালদিঘী মাঠে দলটির গণসমাবেশে এ দাবি জানান তিনি। মামুনুল বলেন, ‘৭২ এর চেতনা ৭১ এর নামে দীর্ঘ বছর ধরে মার্কেটিং করা হয়েছে।‘

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তবর্তীকালীন সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, ‘ছাত্রলীগের চেয়ে অনেক বেশি সন্ত্রাস করেছে যুবলীগ। তার চেয়ে কয়েকগুণ বেশি সন্ত্রাস করেছে আওয়ামী লীগ। যে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, সেই কারণে যুবলীগ নিষিদ্ধ হতে হবে, হাতুরী লীগ নিষিদ্ধ হতে হবে, হেলমেট লীগ নিষিদ্ধ হতে হবে। আওয়ামী লীগের রাজনীতি করবার কোনো অধিকার নাই।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক