ছেলের ওরিয়েন্টেশনে গিয়ে গ্রেফতার হলেন সাবেক কাউন্সিলর ডিউক

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের (উত্তর আগ্রাবাদ) সাবেক কাউন্সিলর নাজমুক হক ডিউককে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে নগরের বিভিন্ন থানায়।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় চট্রলার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ।

তিনি বলেন, সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউককে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে চট্টগ্রামে রওয়ানা হয়েছে পুলিশের একটি টিম।

জানা গেছে, গত ২৭ অক্টোবর (রবিবার) খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাবেক এই কাউন্সিলরের বড় ছেলের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষ্যে তিনি খুলনায় অবস্থান করছিলেন। রাতেও তিনি খুলনা শিরোমণি এলাকায় ছেলের সঙ্গে সময় কাটান। গত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি ডবলমুরিং মডেল থানার রিকুইজিশনের মাধ্যমে খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) খান জাহান আলী থানা পুলিশ তাকে একটি বাসা থেকে আটক করেন। পরে দুপুরের দিকে সিএমপি পুলিশের কাছে হস্তান্তর করেন।

এর আগে, গত ২২ অক্টোবর চসিকের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করে পুলিশ। সলিমুল্লাহ বাচ্চু এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক