দুপক্ষের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। রবিবার (১ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মামুন (৪০)। তিনি সরফভাটার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় মামুন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। এক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ নভেম্বর) ওই এলাকায় সিএনজি ও ব্যাটারিচালিত দুটি অটোরিকশার সংঘর্ষ হয়। এর জেরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধ সমাধানে রবিবার ডাকা বৈঠকে দুই এলাকার লোকজনের মধ্যে বাকবিতণ্ডা থেকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে মামুন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মামুনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মামুনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের ধরতে অভিযান চালছে।