বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে জাতিসংঘ সহায়তা দিতে চায় বাংলাদেশকে

গোয়েন লুইস জানিয়েছেন আগামীতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশনকে সহায়তা করতে চান তারা।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
গোয়েন লুইস বলেন, ‘আমরা বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসঙ্ঘ কী ধরনের টেকনিক্যাল সহায়তা দিতে পারে এ বিষয়ে সিইসির সাথে আমাদের কথা হয়েছে।’

তিনি বলেন, ‘আনন্দের বিষয় এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সাথে গঠিত হয়েছে এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তী সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সাথে নিবিড়ভাবে কাজ করবো।’

গণমাধ্যমকর্মীরা লুইসের কাছে এ সময় জানতে চেয়েছিল আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কোনো আলোচনা নতুন সিইসির সাথে হয়েছে কি না?

এমন প্রশ্নের জবাবে জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধি জানান, ‘নির্বাচনের সময় সীমা নিয়ে কোনো আলাপ হয়নি। এই সিদ্ধান্তটি অন্তর্বর্তী সরকার রাজনৈতিকভাবে গ্রহণ করবে।’

পরে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেন, ‘কোন কোন ক্ষেত্রে কমিশনকে সহযোগিতা করতে পারেন সে বিষয়ে আলোচনা হয়েছে জাতিসঙ্ঘের প্রতিনিধির সাথে।’
সূত্র : বিবিসি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক