ফিনল্যান্ডের ক্ষমতাসীন কোকোমুস পার্টির কাউন্সিলর প্রার্থী হয়েছেন চট্টগ্রামের সন্তান তাসলিমা আকতার জামান। আগামী বছর এপ্রিলে অনুষ্ঠিত ফিনল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে রাজধানী হেলসিংকি শহরের কাউন্সিলর প্রার্থী হয়েছেন তিনি। ২ ডিসেম্বর ক্ষমতাসীন দল ন্যাশনাল কোয়ালিশন পার্টি (কোকোমুস পার্টি) তাকে কাউন্সিলর পদে মনোনয়ন দিয়েছে।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা গ্রামে তাসলিমা জামানের গ্রামের বাড়ি। ওই গ্রামের লাতু মিয়ার বাড়ির ফখরুল ইসলাম চৌধুরীর মেয়ে তিনি।