নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে টাইগ্রেসরা। শুক্রবার (২০ ডিসেম্বর) সুপার ফোরের শেষ ম্যাচে নেপালের মেয়েদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কাটে তারা। ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ ভারত।

কুয়ালালামপুরের বায়েমাস ওভাল মাঠে বৃষ্টির কারণে ম্যাচের গণ্ডি কমিয়ে ১১ ওভারে নামিয়ে আনা হয়। তাতে টস জিতে নেপালের মেয়েদের ব্যাট হাতে নামিয়ে দিয়ে মাত্র ৫৪ রানে আটকে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালিজ মেয়েরা নিজেদের কপাল পোড়ে চার রানআউটের ফাঁদে পড়ে। দলের হয়ে সাবিত্রি ধামির সর্বোচ্চ ১১ রান ছাড়া আর কারো পক্ষে দুই অঙ্কের ঘরে পৌঁছানো সম্ভব হয়নি। জুনিয়র টাইগ্রেসদের হয়ে একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, ফাহমিদা ও হাবিবা ইসলাম।

লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল এবং ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ। দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা মিলে ৭.২ ওভারে ৪৬ রান তুলেন। তবে জয় থেকে ৯ রান দূরে থাকতেই আউট হন ইভা। যাওয়ার আগে ২১ বলে এক ছক্কায় ১৮ রান করেন তিনি।

এর পরে ওয়ানডাউনে নেমে সুমাইয়া আক্তার সুবর্না ৬ বলে ২ চারে ১০ রান করে ৯.৫ ওভারেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন। আরেকপ্রান্ত আগলে রাখা ওপেনার ফাহমিদা ৩২ বলে ৩টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন। নেপালের পক্ষে একমাত্র উইকেটটি নেন কুসুম গোদার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক