চট্টগ্রামের মেয়রকে আপত্তিকর মন্তব্য করে আসামি হলেন করদাতা সুরক্ষা পরিষদ নেতা

মেয়রকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য/ মামলা খেলেন করদাতা সুরক্ষা পরিষদের নেতা

 সিভয়েস প্রতিবেদক

 প্রকাশিত: ২২:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২২

মামলা খেলেন করদাতা সুরক্ষা পরিষদের নেতা

সম্প্রতি চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়ী এলাকায় গৃহকর বাতিলের অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় মানহানির মামলা খেলেন করদাতা সুরক্ষার সভাপতি মো. নুরুল আবছার।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল চৌধুরী দুলাল বাদী হয়ে চান্দগাঁও থানায় এ মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান।

তিনি সিভয়েসকে বলেন, ‘গণমাধ্যমে মেয়রকে নিয়ে আপত্তিকর, মানহানিকর ও হুমকিমূলক বক্তব্য দেওয়ায় সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী বাদি হয়ে থানায় মামলা করেন।’

জানা যায়, দুইদিন আগে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের ওই নেতা সমাবেশে আপিলের মাধ্যমে জনদুর্ভোগ না বাড়িয়ে গৃহকর বাতিলের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সিটি মেয়রকে ‘চট্টগ্রাম ছাড়ার হুমকি’ দেন এবং বক্তব্যে মেয়রকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক