নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন নোমান

আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে অনেক কঠিন ও চ্যালেঞ্জের। নানা ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে জনগণের ভোটে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে।’

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে নগরের কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১০ এর আওতাধীন ৪২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

নোমান বলেন, ‘আত্মতৃপ্তিতে তুষ্ট হলে চলবে না। কারণ এখনো নানা রকম ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের অনেক দোষর সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় বহাল রয়েছে। তারা সুযোগের অপেক্ষায় আছে। তাই আমাদের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।’

নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা সাঈদ আল নোমান। আরোরো বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক জমীর উদ্দীন নাহিদ, নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, ওয়ার্ড বিএনপি নেতা লেদু, মোহাম্মদ বাতেন, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ খলিল, নাজিম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ বাহার, মোহাম্মদ বশির, মোহাম্মদ কমরু, মোহাম্মদ রফিক, মোহাম্মদ কামাল, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মোতালেব, তোফাজ্জল, দুলাল, মোহাম্মদ ফারুক, ছাত্রদল নেতা জনী, হানিফ, রুবেল, সাফায়েত, মহিলা দল নেত্রী ফাতেমা, হোসনা, আনজুমান আরা, লালমতি প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক