পানির ট্যাংক থেকে বের করে কাবেরীকে গ্রেফতার করলো পুলিশ

ইমরান নাজির।

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকা থেকে কক্সবাজার মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী আটক করেছে পুলিশ। পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি পানির ট্যাংকের ভেতরেই লুকিয়ে ছিলেন। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে দেবপাহাড় এলাকার একটি ভবনের ছাদে রাখা গাজী ট্যাংকের ভেতর থেকে তাকে বের করে আনা হয়।

নাজনীন সরওয়ার কাবেরী সবশেষ কক্সবাজার-৩ আসন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।

বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা।

তিনি বলেন, ‘আজ রাত ১১টার দিকে তাকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে কক্সবাজার জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক