পারিশ্রমিক ইস্যুতে এত বদনাম রটেনি আর কোনো আসরে। তার ওপর স্পট ফিক্সিং নিয়েও উঠেছে অভিযোগ। সন্দেহের তালিকায় থাকা একাধিক ক্রিকেটারের মধ্যে আছেন শুরুর দিকে রাজশাহীকে নেতৃত্ব দেওয়া এনামুল হক বিজয়।
তাকে নিয়ে চলছে তদন্ত। এ কারণে এই ক্রিকেটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট বিভাগের ওই কর্মকর্তা বলেন, ‘এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে।’
প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের স্পট ফিক্সিং নিয়ে হচ্ছে নানা কানাঘুষা। ইতোমধ্যে তদন্তে নেমেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। সন্দেহের তালিকায় আছেন রাজশাহীর একাধিক ক্রিকেটার, তাদের একজন দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখি হবেন তিনি।
গত ১৯ জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন বিজয়। এরপর তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়কত্ব দেওয়া হয়। বিপিএলের চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। যেখানে দুই ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরির ইনিংস।