সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংর্ঘষ, আহত ৬
চট্টগ্রাম কলেজে সভাপতি-সাধারণ সম্পাদকের গ্রুপের সিনিয়র-জুনিয়রের মধ্যে কথা কাটাকাটির জেরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— হামিম রাফসান, জাহেদুল অভি, সাফায়েত হোসেন রাজু, আলিফ জাবেদ ও ওয়াহিদুল রহমান সুজন।
জানা গেছে, চট্টগ্রাম কলেজের সভাপতি-সাধারণ সম্পাদকের গ্রুপের সিনিয়র-জুনিয়র ছেলেদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে ঝগড়া হয়। পরে তা সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষের ছোড়া ইটের টুকরা কারও মাথায়, ও হাতে-পায়ে লেগে শরীরের বিভিন্ন অংশ জখম হয়। এ ঘটনায় পাঁচ জনের মতো আহত হয়েছে বলে জানা গেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের মজুমদার চট্টলার কণ্ঠকে বলেন, চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কি কারণে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার সিভয়েসকে বলেন, চট্টগ্রাম কলেজে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা নিতে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন।