ফটিকছড়িতে যুবককে পিটিয়ে খুন

চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ শহীদ (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া নয়া পাড়ার সেলিমের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। 

শহীদের বাড়ি কুমিল্লায়। তার বাবার নাম সাইফুল ইসলাম। ফটিকছড়ি উপজেলার সীমাতুং গ্যাস ফিল্ড সংলগ্ন কালাপানি এলাকায় তার শ্বশুরবাড়ি বলে জানা যায়।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শহীদ বড় বেতুয়া এলাকায় আমানের বাড়িতে থাকতেন। শনিবার সন্ধ্যার দিকে সেলিমের দোকান এলাকায় তাকে একা পেয়ে এলোপাতাড়ি পিটুনি দেয় আহমদ ছাফা নামে একজনের নেতৃত্বে স্থানীয় কিছু লোক। পরে গুরুতর জখম অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

রাজনৈতিক কোন্দলে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছেন এলাকাবাসী।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দেওয়ান সামছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক