পাওনা টাকা ফেরত চাওয়ায় আনোয়ারাতে খুন

রেজাউল কবির, আনোয়ারা প্রতিনিধি।

আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল যুবকের
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় মো. রাসেল (৩০) নামে এক ব্যক্তির কাছে পাওনা টাকা চাওয়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ওই ব্যক্তি মানিককে ছুরিকাঘাত করে।

নিহত মোহাম্মদ মানিক উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে। পেশায় বাসের হেলপার ছিলেন।

নিহত যুবকের ভাই মোহাম্মদ বাবুল বলেন, ‘তার ভাই মানিক স্থানীয় মো. রাসেল (৩০) নামে এক ব্যক্তির কাছে এক লাখ টাকা পাওনা রয়েছেন। এ নিয়ে গতরাতে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এর এক পর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। আহত অবস্থায় মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দুইটার দিকে মানিকের মৃত্যু হয়।’

দৈনিক চট্রলার কন্ঠকে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘টাকা পাওনার বিরোধকে কেন্দ্র করে রাসেল ও অপর এক যুবকের ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ী মানিক মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক