চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে আড়াই হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে হালদা নদীর কচুখাইন ও ছায়ারচর এলাকায় দু’ঘণ্টা ব্যাপী এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক। তিনি বলেন, নদীতে অবৈধভাবে পাতানো অবস্থায় পাঁচটি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। যা আয়তন আড়াই হাজার মিটার। আমাদের অভিযান অব্যাহত থাকবে।