হালদায় নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে আড়াই হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে হালদা নদীর কচুখাইন ও ছায়ারচর এলাকায় দু’ঘণ্টা ব্যাপী এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক। তিনি বলেন, নদীতে অবৈধভাবে পাতানো অবস্থায় পাঁচটি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। যা আয়তন আড়াই হাজার মিটার। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn